Trading Hero ট্রেডিং প্রতিযোগিতা – Forex4you

0
180
Forex4You Real Trading Contest
Forex4You Real Trading Contest
- স্পন্সর বিজ্ঞাপন -

Forex4you ব্রোকার, ট্রেডারদের দক্ষতাকে প্রদর্শনের জন্য নতুন একটি রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা শুরু করেছে যার মাধ্যমে নির্বাচিত ব্যাক্তি জিতে নিতে পারেন সর্বমোট $3095 জিতার সুযোগ। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে যার ট্রেডিং ব্যালেন্স সবচেয়ে বেশী পরিমানের হবে, সেই হবেন বিজয়ী। এখানে আপনাকে ভিন্ন কোনও ট্রেডিং একাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে না। নিজের ট্রেডিং একাউন্টে ট্রেড করবেন এবং স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতায় অংশ নিবেন। সবচেয়ে বেশী ব্যালেন্স অনুযায়ী প্রথম ৩০ জনকে নগদ পুরস্কার প্রদান করা হবে।

Trading Hero রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা একনজরে
বোনাস এর ধরন
Trading Hero রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা
বোনাস ব্যবহারকারী
যেকোনো ট্রেডার অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার সময় ৫ দিন
বোনাস রেজিস্ট্রেশন লিংক
রেজিস্ট্রেশন লিংক
প্রতিযোগিতা শুরু দ্বিতীয় সপ্তাহে
প্রতিযোগিতা শেষ দ্বিতীয় সপ্তাহের শেষে
রেজিস্ট্রেশন এর তারিখ প্রথম সপ্তাহে
পুরস্কৃত ফান্ড সর্বমোট পুরষ্কার $3,095

 

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

  • প্রথমে Forex4you ব্রোকারে রেজিস্ট্রেশন করুন। যদি আপনার ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগইন করুন;
  • ব্রোকারের বিভিন্ন ধরনের একাউন্ট টাইপ থেকে নিজের জন্য পছন্দের একাউন্ট খুলে নিন। যেমন- Cent, Cent NDD, Classic, Classic NDD, Pro STP
  • প্রতিযোগিতার শর্তসমূহ সম্পর্কে জানুন;
  • সর্বনিম্ন $50 পরিমাণ ফান্ড ডিপোজিট করুন;
  • Trading Hero রিয়েল ট্রেডিং প্রতিযোগিতায় অংশ নিন।

বিজয়ী নির্ধারণ- 

  • প্রতিযোগিতা চলাকালীন সময়ের (সপ্তাহের মধ্যে), যার প্রফিট এর রেশিও সবচেয়ে বেশী থাকবে সে ক্রমানুসারে বিজয়ী নির্ধারণ করা হবে;
  • প্রথম ৩০ জন বিজয়ী হিসাবে নির্ধারিত হবেন;
  • প্রাইজমানি সম্পূর্ণভাবে ক্যাশ করা যাবে;

পুরস্কার উত্তোলন –

  • আপনি যদি বিজয়ী হন, তাহলে কোনও শর্ত ছাড়াই বোনাস এর অর্থ উত্তোলন করতে পারবেন;
  • প্রতিজগিতার বিস্তারিত তথ্য জানার জন্য, ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে কথা বলুন।
  • প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য, ট্রেডিং একাউন্ট সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিতে হবে।

শর্ত সমূহ –

  • যেকোনো ধরনের একাউন্ট খুলে ডিপোজিট করে নিন;
  • এই প্রতিযোগিতা শুধুমাত্র, Thailand, Malaysia, Bangladesh, Pakistan, India, এবং Vietnam এর ট্রেডারের জন্য;
  • পুরষ্কারের অর্থ উত্তোলন করার আগে, ট্রেডিং একাউন্ট সম্পূর্ণভাবে ভেরিফাই করে নিত হবে।
  • বিস্তারিত তথ্য এর জন্য প্রতিযোগিতার সকল শর্তসমূহ ভালো করে পড়ে নিন এবং প্রয়োজনে ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে কথা বলুন।
- স্পন্সর বিজ্ঞাপন -

কমেন্ট / প্রশ্ন

Please enter your comment!
Please enter your name here