১ ঘন্টার বাইনারি ট্রেডিং প্রতিযোগিতা – Ayrex

0
385
Ayrex 1 Hour Binary Trading Demo Contest
Ayrex 1 Hour Binary Trading Demo Contest

Ayrex বাইনারি ব্রোকার দিচ্ছে একটি সহজ ডেমো ট্রেডিং প্রতিযোগিতা জিতার সুযোগ যার পুরষ্কার হিসাবে থাকছে প্রতি মাসে $3600 নগদ পুরষ্কার জিতার সুযোগ। Ayrex হচ্ছে একটি প্রমিয়াম ক্যাটাগরির বাইনারি ট্রেডিং ব্রোকার যেটি ট্রেডারদের কাছে খুব বেশী পরিমাণ জনপ্রিয়। ১ ঘন্টার এই ট্রেডিং প্রতিযোগিতায় আপনি জিতে নিতে পারেন $100 নগদ অর্থ যা প্রতি সপ্তাহে ৩ বার হয়ে থাকে। এই ট্রেডিং প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য, আপনাকে কোনও ধরনের ফান্ড ডিপোজিট করতে হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর মধ্যে যাদের ট্রেডিং ব্যাল্যান্স সবচেয়ে বেশী থাকবে সেই হবে বিজয়ী। অর্জিত এই পুরষ্কার উত্তোলন করার সুবিধা রয়েছে।

Ayrex বাইনারি ট্রেডিং প্রতিযোগিতা
বোনাস এর ধরন
ডেমো ট্রেডিং প্রতিযোগিতা
বোনাস ব্যবহারকারী
যেকোনো ট্রেডার অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার সময় ১ ঘন্টা
বোনাস রেজিস্ট্রেশন লিংক
রেজিস্ট্রেশন লিংক
প্রতিযোগিতা শুরু সোম, বুধ এবং শুক্রবার (সপ্তাহের)
প্রতিযোগিতা শেষ শুরু হবার ১ঘন্টা পর
রেজিস্ট্রেশন এর তারিখ প্রতিযোগিতা চলাকালীন সময়
পুরস্কৃত ফান্ড সর্বমোট পুরষ্কার $3600 (প্রতি মাসে)

 

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

  • প্রথমে Ayrex বাইনারি ব্রোকারে একটি ডেমো একাউন্ট রেজিস্ট্রেশন করুন;
  • যদি আপনার একাউন্ট থেকে থাকে তাহলে লগইন করে নিন;
  • প্রতিযোগিতা শুরু হবার পর, আপনার একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে $1000 ফান্ড ডিপোজিট করে দেয়া হবে;

বিজয়ী নির্ধারণ- 

  • প্রতিযোগিতা চলাকালীন সময়ের (১ ঘন্টা), যার প্রফিট এর রেশিও সবচেয়ে বেশী থাকবে সে ক্রমানুসারে বিজয়ী নির্ধারণ করা হবে;
  • প্রথম ৮ জন বিজয়ী হিসাবে নির্ধারিত হবেন;
  • প্রাইজমানি সম্পূর্ণভাবে ক্যাশ/উত্তোলন করা যাবে;

পুরস্কার উত্তোলন –

  • আপনি যদি বিজয়ী হন, তাহলে কোনও শর্ত ছাড়াই বোনাস এর অর্থ উত্তোলন করতে পারবেন;
  • প্রতিজগিতার বিস্তারিত তথ্য জানার জন্য, ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে কথা বলুন।
  • ১ম – $100 | ২য় – $75 | ৩য় – $50 | ৪র্থ – $25 | ৫ম – $20 | ৬ষ্ঠ – $15 | ৭ম – $10 | ৮ম – $5

শর্ত সমূহ –

  • প্রতিযোগিতা শুরুর ব্যালেন্স হবে $1000
  • একসাথে সর্বাধিক $500 ট্রেড পজিশন ওপেন রাখা যাবে;
  • একই সিঙ্গেল এন্ট্রিতে সর্বাধিক $500 পরিমাণ ফান্ড ব্যবহার করা যাবে।
পূর্বের আর্টিকেলTrading Hero ট্রেডিং প্রতিযোগিতা – Forex4you
পরবর্তী আর্টিকেল100USC নো ডিপোজিট বোনাস – FreshForex
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

কমেন্ট / প্রশ্ন

Please enter your comment!
Please enter your name here