Terms Of Service [TOS]

ওয়েবসাইটের নীতিমালা –

নিচের উল্লেখিত বিষয়গুলো, ওয়েবসাইটের নীতিমালা হিসাবে বিবেচিত হবে যা আমাদের ওয়েবসাইটে (Terms and Conditions) নামে উল্লেখিত রয়েছে। এই নীতিমালা Forex Bangladesh (প্রতিষ্ঠান / Fx Bangladesh কিংবা আমরা) নামের জন্য প্রযোজ্য এবং আমাদের ইন্টারনেটের মাধ্যমে ব্যবহৃত ওয়েবসাইট www.fxbangladesh,com এবং www.fxbangladesh.com/training এর জন্য নির্ধারিত যা সংক্ষেপে (ওয়েবসাইট কিংবা সাইট) নামে পরিচিত থাকবে এবং উল্লেখিত নীতিমালাতে আপনি/আপনারা (ভিজিটর / শিক্ষার্থী/ পাঠক কিংবা কাস্টমার) এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত বিভিন্ন (নিউজ/রিভিউ/ট্রেনিং/কোর্স/সাপোর্ট/এক্সপার্ট মিটিং) যা আমাদের (সেবা/Services) হিসাবে পরিচিত থাকবে।

আমাদের ওয়েবসাইট সম্পূর্ণরূপে ব্যবহার করার পূর্বে সাইটে প্রকাশিত COOKIE POLICY, PRIVACY POLICY, RISK WARNING এবং DISCLAIMER ভাল করে পড়ে নিনএছারাও, আমাদের অনলাইন ট্রেনিং পোর্টাল এর জন্য নির্ধারিত বিশেষ CLIENT AGREEMENT পলিসি ভাল করে বুঝে নিন এবং পড়ে নিনআপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট কিংবা আমাদের বিভিন্ন সার্ভিস ব্যবহার করে থাকেন এর অর্থ হচ্ছে আপনি স্বেচ্ছায় আমাদের এই নীতিমালা মেনে নিয়েছেন এবং এই নীতিমালায় উল্লেখিত বিষয়সমূহ মেনে আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন। ফরেক্স বাংলাদেশ, ওয়েবসাইট এর এই নীতিমালার, যেকোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন, বাতিল করার ক্ষমতা রাখবে। অনুগ্রহ করে নীতিমালার শেষে “Last Modified” নামক একটি তারিখ দেয়া আছে যেখানে এই নীতিমালার যেকোনো ধরনের পরিবর্তনের সময় উল্লেখ করা থাকবে। নীতিমালার যেকোনো ধরনের পরিবর্তন, নতুন নীতিমালা প্রকাশ হবার পরই কার্যকরী বলে বিবেচিত হবে এবং আগের নীতিমালা বাতিল বলে গণ্য হবে।

যদি আপনি আমাদের এই ওয়েবসাইট এর নীতিমালা গ্রহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন তাহলে, ওয়েবসাইটের কোনও সেবা কিংবা ভিজিট করার কোনও ধরনের সুবিধা পাবেন না। আপনার পক্ষ থেকে উপদেশ/প্রেরিত কোনও ধরনের নীতিমালার পরিবর্তন, আমাদের কাছে গৃহীত হবে না এবং সেটা বাতিল বলে গণ্য হবে।

FX Bangladesh যেকোনো সময় এর নিজের প্রকাশিত ওয়েবসাইট এবং এর সকল সেবা যেকোনো সময় বাতিল করার পূর্ণ ক্ষমতা রাখবে এবং একজন কাস্টমার হিসাবে আপনি এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন।

একাউন্ট রেজিস্ট্রেশন এবং যোগ্যতা

নিম্নলিখিত বিষয়গুলো মেনে আমাদের ওয়েবসাইটে একাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন এবং নীতিমালা বহির্ভূত যেকোনো ধরনের কার্যক্রম এর কারনে আপনার নিবন্ধন বাতিল বলে বিবেচিত হবে।

  • ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ হতে হবে। যাদের বয়স ১৮ এর নিচে, আমাদের প্রকাশিত কোনও সার্ভিস তাদের জন্য নয়;
  • রেজিস্ট্রেশন করার সময়, সম্পূর্ণ এবং সঠিকভাবে তথ্য প্রদান করতে হবে;
  • একাউন্ট এর নিরাপত্তা প্রদান করার স্বার্থে, ব্যবহারকারীকে নিজ নিজ পাসওয়ার্ড এর সুরক্ষা প্রদান করতে হবে;
  • সময়ের সাথে, ব্যবহারকারী নিজ প্রোফাইল এর সকল তথ্য আপডেট/হালনাগাদ করে রাখবেন।

আপনার একাউন্ট

আমাদের এই ওয়েবসাইট এর বিভিন্ন সেবার ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে একটি একাউন্ট খুলে নিতে হবে যা (একাউন্ট কিংবা সাইট একাউন্ট) নামে পরিচিত থাকবে এবং এই একাউন্ট, কোনও ধরনের ট্রেডিং একাউন্ট কিংবা ব্রোকার একাউন্ট এর সাথে কোনও ধরনের সম্পৃক্ত থাকবে না। আমাদের ওয়েবসাইটে কোনও একাউন্ট খোলার জন্য আপনি, আপনার তথ্য হিসাবে ইমেইল আইডি, সম্পূর্ণ নাম, লোকেশন, ফোন নাম্বার প্রদান করতে বাধ্য থাকবেন এবং এই তথ্যগুলো (Registration/Sign UP) এর সময় ব্যবহারকারী প্রদান করবেন। সাইটে একাউন্ট খোলার জন্য প্রদেয় সকল তথ্য সম্পূর্ণভাবে সঠিকভাবে প্রদানে আপনি বাধ্য থাকবেন। যদি কোনও কারনে, আপনার এই প্রদেয় তথ্য ভুল কিংবা প্রতারিত করার জন্য দেয়া হয় তাহলে-আমরা যেকোনো সময় আপনার একাউন্ট বাতিল করার ক্ষমতা রাখবো এবং স্থায়ীভাবে আপনার সকল ইউজার ডেটা মুছে দেয়ার ক্ষমতা রাখবো।

সাইটে একাউন্ট খোলার জন্য, সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করার সুবিধা পাবেন যেমন, Facebook, Google+, Instagram যা (Third Party Accounts‘) নামে পরিচিত থাকবে। এই সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে, অনুগ্রহ করে আমাদের Privacy Policy অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিন।

যদি কোনও কারনে আপনি, আমাদের ওয়েবসাইটে লগইন করতে না পারেন কিংবা আপনার প্রদেয় একাউন্ট এর পাসওয়ার্ড হারিয়ে ফেলেন কিংবা ভুলে যান তাহলে এই দ্বায়ভার সম্পূর্ণ আপনার নিজের। আপনার একাউন্ট এর জন্য ব্যবহৃত পাসওয়ার্ড এর কোনও ধরনের কপি/অনুলিপি আমাদের ওয়েবসার্ভারে জমা থাকে না।

আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার অর্থ হচ্ছে, আপনি এক নামে শুধুমাত্র একটি একাউন্টই ব্যবহার করার ক্ষমতা পাবেন এবং আপনার অন্য আর কোনও একাউন্ট থাকবে না। যদি আমাদের সিকিউরিটি সিস্টেম, কখনো আপনার নামে ব্যবহৃত একাধিক একাউন্ট খুঁজে পায় তাহলে, সকল একাউন্ট একই সাথে স্থায়ীভাবে ব্লক করে দেয়া হবে এবং সেই একাউন্ট এর জন্য নির্ধারিত সকল ধরনের সেবা বাতিল করার হবে এবং আপনি কোনওভাবেই সেই সেবা আর পুনরুদ্ধার করতে পারবেন না।

আমরা, আপনার একাউন্ট বাতিল করার সকল ক্ষমতা রাখবো এবং যেকোনো সময় সাইটে রেজিস্টার করার একাউন্ট বাতিল করা হতে পারে এবং এর জন্য আপনাকে কোনও ধরনের পূর্ববর্তী কোনও নোটিস কিংবা কোনও ধরনের ইমেইল পাঠাতে বাধ্য থাকবো না।

আমাদের সার্ভিসেস

আমরা, বিভিন্নভাবে আপনাদের বিভিন্ন রকমের সেবা প্রদান করে থাকি। এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, ইমেইল নিউজলেটার, ট্রেডিং এনালাইসিস, কিছু ট্রেনিং কোর্স গুলো আপনি ফ্রিতেই পাবেন। অর্থাৎ এই সার্ভিসগুলোর জন্য কোনও ধরনের অতিরিক্ত চার্জ কিংবা ফি আরোপ করা হবে না। একজন ব্যবহারকারী হিসাবে সকলেই এই সেবাগুলো ব্যবহার করার ক্ষমতা রাখবেন এবং আমরাও তা প্রদান করতে বাধ্য থাকবো।

যেহেতু আমাদের এই সাইটটি সবার ব্যবহার করার উদ্দেশে তৈরি করে হয়েছে সেক্ষেত্রে কিছু অতিরিক্তি নীতিমালা আরোপ করা হবে যেগুলো একজন ব্যবহারকারী হিসাবে আপনি মেনে চলতে কিংবা মেনে নিতে বাধ্য থাকবেন। বিষয়গুলো নিচে পয়েন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করছি।

  • এমন কোনও ধরনের কমেন্ট কিংবা এমন কিছু পোস্ট করা যা ফরেক্স কিংবা বাইনারি ট্রেড এর সাথে সম্পৃক্ত নয়।
  • অন্য কারও কিছু কন্টেন্ট এর কপি কিংবা কোনও প্রদর্শন যা ব্যবহার করার স্বত্বাধিকার আপনার নেই কিংবা আপনি সেটা লুকিয়ে কিংবা এর মালিককে না জানিয়ে প্রদর্শন করছেন।
  • এমন কোনও লিংক শেয়ার করা যেখানে অশ্লীল কোনও বিষয় জড়িত।
  • সুত্র ছাড়া কোনও ধরনের নিউজ, আপডেট, এনালাইসিস কিংবা পরামর্শ প্রদান যা অনুসরণ করে অন্যদের ক্ষতি হবার কোনও ধরনের সম্ভাবনা থেকে থাকে।
  • সাইট ব্যবহার করছেন এমন অন্যান্য ব্যাক্তি কিংবা ব্যক্তিবর্গের সাথে কোনও ধরনের নিজস্ব আক্রোশ, রাগ, বিদ্বেষ কিংবা বিরূপ আচরণ এর প্রকাশ।
  • নিজের একাউন্ট ব্যাতিত, অন্য কোনও ব্যবহারকারীর আইডি, পাসওয়ার্ড ব্যবহার করা কিংবা এই তথ্যগুলো তৃতীয় কোনও পক্ষের নিকট হস্তান্তর করা;
  • সাইটে আপনার নিবন্ধিত কোনও একাউন্ট, অন্যের নিকট বিক্রয় কিংবা মালিকানা হস্তান্তর জনিত কোনও ধরনের কার্যক্রম সম্পাদন করলে কিংবা সম্পাদন করার চেষ্টা করিলে;
  • আমাদের সাইটে প্রকাশিত কোনও তথ্য, আর্টিকেল কিংবা কোনও বিশেষ প্রকাশনা এর মাধ্যমে তৃতীয় কোনও ব্যাক্তি, প্রতিষ্ঠানের ক্ষতি সাধন কিংবা এর চেষ্টা করিলে;
  • ফরেক্স বাংলাদেশ এর অনুমতি ব্যাতিরেকে কোনও ধরনের বিজ্ঞাপন, এফিলেয়ট লিংক, কোনও ধরনের মার্কেটিং প্ল্যান, কোনও ধরনের আরনিং স্কিম কিংবা এমন কোনও লিংক এর প্রদান যা কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রমোশনাল অফার হিসাবে কাজ করে কিংবা তাদের ওয়েবসাইট কাজ সম্পর্কে ধারনা প্রদান করে;
  •  যেকোনো ধরনের সরকারী নীতিমালা বহির্ভূত কোনও কাজ করলে এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কিংবা ঢাকা এবং চট্টগ্রাম এক্সচেঞ্জ কমিশন এর প্রদেয় নীতিমালা ভংগ করার চেষ্টা করলে এবং এমন কোনও স্টেটমেন্ট প্রদান করলে যা সম্পূর্ণভাবে মিথ্যা কিংবা ভিত্তিহীন কোনও প্রচারনা করার চেষ্টা করলে যা অন্যের ক্ষতি কিংবা ব্যক্তিগত উদ্দেশ্যে হয়ে থাকলে;
  • কাউকে ফরেক্স কিংবা বাইনারি ট্রেডিং সম্পর্কে অনুপ্রাণিত কিংবা জোরপূর্বক অংশ গ্রহন করানোর চেষ্টা করলে;
  • ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম এর কোনও ধরনের ক্ষতি সাধন করার চেষ্টা করলে কিংবা এমন কোনও কাজ সম্পাদন করার চেষ্টা করিলে;
  • এমন কোনও লিংক কিংবা ফাইল প্রদান করলে যেটাতে কোনও ধরনের ভাইরাস বিশেষ করে malware এবং Trojan Horses এর অস্তিত্ব পাওয়া যায় কিংবা ব্যবহারকারীর পিসি/ল্যাপটপ/স্মার্টফোন থেকে এর সুত্র পাওয়া যায়;
  • ওয়েবসাইট ব্যবহার এর জন্য কোনও স্বয়ংক্রিয় সিস্টেম এর সাহায্য গ্রহন করলে কিংবা এই অটোমেশন এর মাধ্যমে লগইন, পাসওয়ার্ড পরিবর্তন, লিংক খোঁজা, আর্টিকেল পড়া বিষয় কোনও কাজ সম্পাদন করলে তথাপি কোনও ধরনের Script, BOT, Robot, এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের কার্যক্রম মনিটর করার চেষ্টা করলে, আর্টিকেল এর কোনও ধরনের অনুলিপি ডাউনলোড করার চেষ্টা করলে;
  • এমন কোনও কাজ কিংবা কার্যাবলী সম্পাদন করার চেষ্টা করলে যা আমাদের সাইটের সার্বিক কার্যক্রমকে ব্যাহত করে কিংবা ব্যাহত করার চেষ্টা করে;

উপরে উল্লেখিত, যেকোনো ধরনের কার্যাবলী সম্পাদন করলে, আমরা সেটা অনুসন্ধানের মাধ্যমে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহন করার ক্ষমতা রাখবো এবং প্রয়োজনে দোষী ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গের বিরুদ্ধ্বে বাংলাদেশের ICT আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে পারবো এবং এই কাজ সম্পাদনের জন্য ব্যবহারকারীর বিভিন্ন তথ্য যেমন ইমেইল, একাউন্ট এর এক্সেস, আইপি, ফোন নাম্বার, ট্র্যাফিক সোর্স ইত্যাদি তথ্য, অনুসন্ধানকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এর কাছে প্রদানের ক্ষমতা রাখবো।

কপিরাইট সম্পর্কিত

এই ওয়েবসাইটে প্রকাশিত যেকোনো তথ্য, নিউজ, এনালাইসিস, আর্টিকেল, অডিও, ভিডিও সহ যেকোনো কিছু কন্টেন্ট / Content নামে পরিচিত যা শুধুমাত্র FxBangladesh.com এর নিজস্ব স্বত্বাধিকার প্রাপ্ত সম্পত্তি হিসাবে পরচিত থাকবে যা শুধুমাত্র fxbangladesh.com এর সাথে কাজে নিযুক্ত ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ প্রচারনার কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়া, আমদের বিভিন্ন সেবা, প্রকাশনা ব্যবহারকারী শুধুমাত্র নিজ প্রয়োজনে ব্যবহার, প্রচারনা করার সুবিধা পাবেন যেখানে কোনও ধরনের বাণিজ্যিক ইন্দন থাকবে না এবং আপনি এগুলোর কোনও ধরনের পরিবর্তন, পরিবর্ধন, অনুলিপি, নিজ নামে প্রকাশ, ট্র্যান্সফার, তৃতীয় পক্ষের নিকট বিক্রয়, লাইসেন্স FxBangladsh.com এর লিখিত অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না।

যদি আপনার মনে হয়, আপনার নিজ কাজের কোনও প্রকাশনা FxBangladesh.com এর ওয়েবসাইটে ব্যবহার করা হচ্ছে তাহলে অনুগ্রহ করে আমাদের কপিরাইট টীমকে নিচের প্রদত্ত তথ্যসহ জানাবেন –

  1. কপিরাইট সম্পৃক্ত এই কাজ যিনি সম্পাদন করবেন তার স্বাক্ষর এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমদিত স্বাক্ষর।
  2. আপনার কাজের বিস্তারিত, যা মনে করছেন কপি করা হয়ছে;
  3. FxBangladesh.com এর কোথায়, আপনার প্রকাশনার কপি করার হয়েছে সে সম্পর্কে বিস্তারিত;
  4. আপনার নাম, ঠিকানা, ইমেইল আইডি এবং ফোন নাম্বার;
  5. লিখিত স্টেটমেন্ট যেখানে শুধুমাত্র কপিরাইট বিষয়ক সমস্যা সমাধানের জন্য নিবন্ধিত এজেন্ট কিংবা আইনি প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকবে;

ফোরাম পলিসি

আমাদের ওয়েবসাইট ব্যবহার করার জন্য ফোরাম পলিসিও এর মধ্যে বিদ্যমান। অর্থাৎ, ফোরামের বিদ্যমান নীতিমালা বহির্ভূত কোনও ধরনের কাজও অপরাধ বলে গণ্য হবে। আমাদের ফোরাম সংক্রান্ত নীতিমালা বিস্তারিতভাবে জানার জন্য অনুগ্রহ করে ফোরাম পলিসি অংশে দেখুন।

অধিকার এবং অনুমতি

FxBangladesh.com এর প্রকাশিত কোনও কপিরাইট কন্টেন্ট এর ব্যবহার কিংবা লাইসেন্স জনিত কোনও প্রশ্ন যদি আপনার থেকে থাকে তাহলে লিখিতভাবে আমাদের কপিরাইট টীম এর কাছে প্রেরন করুন এবং আপনি অবশ্যই ওয়েবসাইটের যেই অংশ সম্পর্কে জানতে চান সেটার লিংক সহ আমাদের কর্পোরেট অফিস এর ঠিকানায় জানাবেন কিংবা আপনি চাইলে ইমেইলও করতে পারেন [email protected]

অন্যান্য ওয়েবসাইট, লিংক এবং বিজ্ঞাপন

FxBangladesh.com কখনো কোনও ধরনের ব্রোকার, ভিন্ন কোনও ওয়েবসাইট, কিংবা কোনও প্রতিষ্ঠানকে অনুমোদন কিংবা পরামর্শ প্রদান করে না। এছাড়াও, বিভিন্ন ধরনের প্রদর্শিত বিজ্ঞাপন কিংবা স্পন্সরড কন্টেন্ট যা আমাদের ওয়েবসাইটে কিংবা আমাদের সার্ভিসের মাধ্যমে প্রদর্শিত ভিন্ন কোনও ওয়েবসাইটের সার্ভিস কিংবা প্রমোশনাল অফার সম্পর্কে আমাদের কোনও দায়ভার নেই কিংবা বিজ্ঞাপনদাতার প্রদত্ত কোনও কন্টেন্ট এর নিশ্চায়তাও আমাদের থাকবে না। বিজ্ঞাপনদাতারা নিজ নিজ কন্টেন্ট এর বিজ্ঞাপন প্রদানের স্বার্থে ওয়েবসাইটে বিজ্ঞাপন নীতিমালা অনুযায়ী কন্টেন্ট নির্বাচন এবং এর আনুসাংগিক নির্ধারণ করে থাকেন। প্রদর্শিত এই বিজ্ঞাপনগুলোর লাইসেন্স এর অনুমোদন শুধুমাত্র বিজ্ঞাপনদাতার নিজেদের। FxBangladesh.com প্রদর্শিত কোনও বিজ্ঞাপন এবং স্পন্সরড কন্টেন্ট এর কোনও ধরনের দায়ভার গ্রহন করবে না। ব্যবহারকারী হিসাবে এইসব বিজ্ঞাপন এর শর্ত বিজ্ঞাপনদাতা নিজে দায়িত্তে রাখবেন এবং কোনও ধরনের ভুল-ত্রুটির জন্য আমরা দায়ভার গ্রহন করবো না।

সাইটে ব্যবহার করা বিভিন্ন হাইপার লিংক (hyperlinks) যা ভিন্ন ওয়েবসাইট (“Third-Party websites”) যা FxBangladesh.com নিজ কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় না। এসব ওয়েবসাইট এর প্রদর্শিত বিভিন্ন কন্টেন্ট, সার্ভিস  কিংবা প্রমোশনাল অফার এর উপস্থিতির কোনও দায়ভার আমাদের নেই এবং থাকবে না। আপনি যদি এই সব ভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা এবং এদের প্রদত্ত সেবাসমুহ ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহন করেন সেটা সম্পূর্ণ আপনার নিজ কিংবা ব্যক্তিগত ব্যাপার এবং আপনি নিজ ঝুঁকিতেই এসব বিষয়গুলো ব্যবহার করবেন। এখানে আমাদের কোনও নিয়ন্ত্রন কিংবা আমাদের নীতিমালা গ্রহণযোগ্য হবে না।

আমাদের পরামর্শ হচ্ছে, আপনি যখন এই ভিন্ন ওয়েবসাইটগুলো ব্যবহার করবেন তখন অবশ্যই তাদের নিজ নিজ নিয়মকানুন কিংবা নীতিমালা সম্পর্কে বিস্তরভাবে যাচাই-বাছাই করে নিবেন।

DISCLAIMER

এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত সকল আর্টিকেল কিংবা তথ্যের সুত্র বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা, টিভি চ্যানেল কিংবা অন্য কোনও সুত্র থেকে গৃহীত। এই বিপুল পরিমাণ তথ্য সরবরাহের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অনলাইন মাধ্যম। অনলাইনের মাধ্যমের কোনও ধরনের ত্রুটি, বিড়ম্বনা কিংবা বিলম্বও হতে পারে যার ফলে, আমাদের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য সম্পূর্ণভাবে সঠিক নাও হতে পারে।

এই ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন কন্টেন্ট/আর্টিকেল এর কোনও ধরনের ওয়্যারেন্টি ফরেক্স বাংলাদেশ/Fx Bangladesh কিংবা আমরা প্রদান করি না। Fx Bangladesh, এর সকল কর্মী, অফিসার, ডিরেক্টর, এফিলিয়েটগণ, এজেন্টদের মধ্যে কেউই প্রকাশিত বিভিন্ন আর্টিকেল/কন্টেন্ট এর শতভাগ সঠিকতা, সম্পূর্ণতা, সমসাময়িকতার দায়ভার গ্রহন করেন না।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য কিংবা আনুসংগিক বিষয় সমুহ শুধুমাত্র আপনাকে জানানোর উদ্দ্যেশে প্রকাশিত। এই ধরনের কোনও আর্টিকেল এর বিষয় কিংবা তথ্য এর শতভাগ নিশ্চায়তা fxbangladesh.com কিংবা এর সাথে সম্পৃক্ত কোনও কর্মী গ্রহন করবে না এবং এই ধরনের কোনও প্রকাশনার উৎস প্রদান করতেও আমরা বাধ্য থাকব না। একজন ব্যবহারকারী হিসাবে এই তথ্যগুলো কিভাবে নিজের জন্য ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার।

ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন নিউজ এবং এনালাইসিস শুধুমাত্র একজন ট্রেডারকে নির্দিষ্ট মার্কেট এর অবস্থান বুঝতে সহায়তা করবে এর বাইরে ট্রেড করার জন্য এই বিষয়গুলোর কোনও ধরনের গ্রহণযোগ্যতা নেই। আপনি যদি বিষয়গুলোর উপর নির্ভর করে কোনও এন্ট্রি ওপেন কিংবা ক্লোজ করে থাকেন এবং এতে প্রাপ্ত প্রফিট কিংবা লস এর কোনও দায়ভার আমাদের উপর বর্তাবে না। ট্রেডিং সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহনের দায়ভার সম্পূর্ণভাবে আপনার নিজের এবং এর সাথে সম্পৃক্ত ঝুঁকির দায়ভারও আপানার।

সর্বশেষ সংস্করণঃ June 30, 2018