$5,000 জিতুন, রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা – FXGiants

0
109
FX Giants $5000 Real Trading Contest
FX Giants $5000 Real Trading Contest

FX Giants $5000 Trading Contest ব্রোকার, ট্রেডারদের দক্ষতাকে প্রদর্শনের জন্য নতুন একটি রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা শুরু করেছে যার মাধ্যমে নির্বাচিত ব্যাক্তি জিতে নিতে পারেন ৮ দিনের ইন্ডিয়া (ভারত) হলিডে প্যাকেজে ভ্রমনের সুযোগ। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে যার ট্রেডিং ব্যালেন্স সবচেয়ে বেশী পরিমানের হবে, সেই হবেন বিজয়ী। মনে রাখবেন, এটি একটি রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা সুতরাং কন্টেস্টে অংশ নেয়ার জন্য আপনার রিয়েল ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করে নিতে হবে। সুতরাং, নিজের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগিয়ে ভালো ট্রেড করুন এবং সাউথ-আফ্রিকা হলিডে প্যাকেজে ভ্রমনের সুযোগ গ্রহন করুন অথবা জিতে নিন নগদ $5,000 পুরস্কার।

FX Giants $5000 Trading Contest একনজরে
বোনাস এর ধরন
রিয়েল ট্রেডিং প্রতিযোগিতা
বোনাস ব্যবহারকারী
যেকোনো ট্রেডার অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার সময় ৩০ দিন
বোনাস রেজিস্ট্রেশন লিংক
রেজিস্ট্রেশন লিংক
প্রতিযোগিতা শুরু September 01, 2018; 00:00 (GMT+2)
প্রতিযোগিতা শেষ September 30, 2018; 23:59 (GMT+2)
রেজিস্ট্রেশন এর তারিখ প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত
পুরস্কৃত ফান্ড সর্বমোট পুরষ্কার $5,000

 

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

  • প্রথমে FXGiants ব্রোকারে রেজিস্ট্রেশন করুন। যদি আপনার ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগইন করুন;
  • প্রতিযোগিতার শর্তসমূহ সম্পর্কে জানুন;
  • সর্বনিম্ন $500 পরিমাণ ফান্ড ডিপোজিট করুন;
  • FX Giants $5000 Real Trading Contest প্রতিযোগিতায় অংশ নিন।

বিজয়ী নির্ধারণ- 

  • প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে, যার প্রফিট এর রেশিও সবচেয়ে বেশী থাকবে সে ক্রমানুসারে বিজয়ী নির্ধারণ করা হবে;
  • প্রাইজমানি সম্পূর্ণভাবে ক্যাশ করা যাবে;

বোনাস উত্তোলন –

  • আপনি যদি বিজয়ী হন, তাহলে কোনও শর্ত ছাড়াই বোনাস এর অর্থ উত্তোলন করতে পারবেন;
  • প্রতিজগিতার বিস্তারিত তথ্য জানার জন্য, ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে কথা বলুন।
  • FX Giants $5000 Trading Contest অংশ নেয়ার জন্য, ট্রেডিং একাউন্ট সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিতে হবে।
পূর্বের আর্টিকেল$5,000 এর রিয়েল ট্রেডিং কন্টেস্ট – IronFX
পরবর্তী আর্টিকেলTrading Hero ট্রেডিং প্রতিযোগিতা – Forex4you
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

কমেন্ট / প্রশ্ন

Please enter your comment!
Please enter your name here