cTrader সাপ্তাহিক ডেমো ট্রেডিং প্রতিযোগিতা – OctaFX

0
235
CTrader Weekly Demo Contest
CTrader Weekly Demo Contest
- স্পন্সর বিজ্ঞাপন -

CTrader Weekly Demo Contest – OctaFX ব্রোকারের পক্ষ থেকে প্রতি সপ্তাহে cTrader ডেমো প্রতিযোগিতায় অংশগ্রহন করলে থাকছে $400 পরিমাণ নগদ ফান্ড জিতে নেয়ার সুযোগ। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আপনাকে একটি ট্রেডিং একাউন্ট খুলে নিতে হবে এবং কোনও ধরনের ফান্ড ডিপোজিট করার প্রয়োজন হবে না। ফান্ড, ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং একাউন্টে যোগ করে দিবে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেড করবেন এবং অন্যদের হারিয়ে এই পুরষ্কার নিতে নিবেন।

CTrader Weekly Demo Contest – OctaFX
বোনাস এর ধরন
ডেমো ট্রেডিং কন্টেস্ট
প্রতিযোগিতা শুরু
প্রতি সপ্তাহের শুরুতে
প্রতিযোগিতা শেষ প্রতি সপ্তাহের শেষে
বোনাস রেজিস্ট্রেশন লিংক
রেজিস্ট্রেশন লিংক
প্রতিযোগিতার মেয়াদ
৭দিন (সপ্তাহ)
নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য
বর্তমান গ্রাহকদের জন্য প্রযোজ্য
পুরষ্কার সর্বমোট $400 ক্যাশ

 

কিভাবে অংশ নিবেন?

  • ব্রোকারে একটি ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিতে হবে;
  • সপ্তাহের শুরতেই, রেজিস্ট্রেশন করে ফেলবেন;
  • স্বয়ংক্রিয়ভাবে CTrader Weekly Demo Contest এর ফান্ড আপনার কন্টেস্ট একাউন্টে যোগ করে দেয়া হবে;
  • cTrader প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেড শুরু করুন।

উত্তোলন এবং শর্তসমূহ – 

  • একজন ট্রেডার শুধুমাত্র একটি একাউন্টই রেজিস্টার করে নিতে পারবে;
  • প্রতিযোগীদের মধ্যে যাদের সবচেয়ে বেশী ব্যালেন্স এরকম প্রথম ৫ জন কে পুরস্কৃত করা হবে;
  • আপনি কোনও সপ্তাহের প্রতিযোগিতায় একবার পুরষ্কার পেলে, আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে পারবেন না;
  • কোনও পুরষ্কার না পেলে, প্রতি সপ্তাহের প্রতিযোগিতার জন্য প্রতিবার CTrader Weekly Demo Contest এর জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে;
  • প্রাইজ ব্রেকডাউন – ১ম $150 | ২য় $100 | ৩য় $75 | ৪র্থ $50 | ৫ম $25 অনুসারে প্রাইজমানি নিজ নিজ ট্রেডিং একাউন্টে যোগ করে দেয়া হবে।

 

- স্পন্সর বিজ্ঞাপন -
- স্পন্সর বিজ্ঞাপন -

কমেন্ট / প্রশ্ন

Please enter your comment!
Please enter your name here