$100 নো ডিপোজিট বোনাস – Larson&Holz

0
582
LARSON&HOLZ $100 No Deposit Bonus
LARSON&HOLZ $100 No Deposit Bonus

LARSON&HOLZ $100 No Deposit Bonus – ব্রোকারে সকল নতুন ট্রেডারদের জন্য থাকছে, $100 সমপরিমাণ নো ডিপোজিট বোনাস। তবে এই বোনাস এমাউন্ট উত্তোলন করার জন্য, আপনাকে কিছু পরিমাণ ফান্ড ডিপোজিট করতে হবে। অর্থাৎ, শর্ত সাপেক্ষে এই বোনাস এমাউন্ট, আপনি চাইলে উত্তোলনও করতে পারবেন। শুধুমাত্র একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার মাধ্যমেই আপনি এই বোনাস অফার গ্রহন করতে পারবেন। এই বোনাস এমাউন্ট এর মেয়াদ হচ্ছে ৩ দিন।

LARSON&HOLZ $100 No Deposit Bonus – এর বিস্তারিত
বোনাস এর ধরন
নো ডিপোজিট বোনাস
বোনাস ব্যবহারকারী
নতুন ট্রেডার এর জন্য।
সর্বোচ্চ বোনাসের পরিমাণ $100
বোনাস রেজিস্ট্রেশন লিংক
বোনাস রেজিস্ট্রেশন লিংক
বোনাস অফার এর মেয়াদ
December 31, 2018
নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য প্রযোজ্য
অধিক অ্যাকাউন্টধারীদের জন্য প্রযোজ্য প্রযোজ্য নয়
বোনাস উত্তোলন শর্ত মোতাবেক উত্তোলন করা যাবে।

 

কিভাবে বোনাস নিবেন?

  • প্রথমে, ব্রোকারে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করুন;
  • আপনার ট্রেডিং প্রোফাইল সম্পূর্ণরূপে ভেরিফাই করুন;
  • স্বয়ংক্রিয়ভাবে বোনাস, আপনার ট্রেডিং একাউন্টে যোগ হয়ে যাবে।
  • LARSON&HOLZ $100 No Deposit Bonus – এমাউন্ট দিয়ে সর্বমোট ৩ দিন ট্রেড করতে পারবেন।

বোনাস উত্তোলন প্রক্রিয়া – 

  • বোনাস থেকে অর্জিত যেকোনো ধরনের প্রফিট উত্তোলন করার জন্য আপনাকে প্রথমে $100 ডিপোজিট করতে হবে;
  • প্রফিট উত্তোলন এর জন্য, কমপক্ষে 3 স্ট্যান্ডার্ড লট এর ট্রেড করা বাধ্যতামূলক।

বোনাস এর শর্তসমূহ – 

  • একাধিক ট্রেডিং একাউন্ট এর জন্য বোনাস গ্রহন করা যাবে না;
  • ব্রোকারের শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য এই বোনাস অফার প্রযোজ্য হবে;
  • ট্রেডিং একাউন্ট অবশ্যই ভেরিফাই করে নিতে হবে;
  • ব্রোকার চাইলে যেকোনো সময় এই LARSON&HOLZ $100 No Deposit Bonus অফার বাতিল করে দিতে পারবে।
  • আরও বিস্তারিত জানার জন্য ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে কথা বলুন।

 

পূর্বের আর্টিকেলডিপোজিটে 100% ট্রেডেবল বোনাস – Atirox
পরবর্তী আর্টিকেলফরেক্স $100 রেফারেল বোনাস অফার – Pepperstone
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

কমেন্ট / প্রশ্ন

Please enter your comment!
Please enter your name here