$500 নো ডিপোজিট বোনাস দিচ্ছে – Grand Capital

0
1289
Grand Capital $500 No Deposit Bonus
- স্পন্সর বিজ্ঞাপন -

Grand Capital $500 No Deposit – ব্রোকারের পক্ষ থেকে, যারা এই মুহূর্তে নতুন করে ট্রেড শুরু করার কথা ভাবছেন তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। এই ব্রোকার রিয়েল ট্রেড শুরু করার জন্য দিচ্ছে $500 পরিমাণ নো ডিপোজিট বোনাস অফার। শুধুমাত্র একটি রিয়েল ট্রেডিং একাউন্ট খুলে এবং সেটিকে সম্পূর্ণরূপে ভেরিফাই করে বিশাল পরিমানের এই বোনাস ব্যবহার করতে পারবেন। এই $500 বোনাস এমাউন্ট দিয়ে ৭দিন ট্রেড করার সুবিধা পাবেন এবং ব্রোকারের শর্ত-সাপেক্ষে এই বোনাস এমাউন্ট সম্পূর্ণরূপে উত্তোলন করার সুবিধা পাবেন।

একাউন্ট রেজিস্টার করে ডিপোজিট করুন এবং নিজের ট্রেডিং ব্যালেন্স দ্বিগুণ করে রিয়েল ট্রেড শুরু করুন আজই।

Grand Capital $500 No Deposit – বোনাস এর বিস্তারিত
বোনাস এর ধরন
নো ডিপোজিট বোনাস
বোনাস ব্যবহারকারী
শুধুমাত্র নতুন ট্রেডার এর জন্য।
সর্বোচ্চ বোনাসের পরিমাণ $500 পর্যন্ত
বোনাস রেজিস্ট্রেশন লিংক
বোনাস রেজিস্ট্রেশন লিংক
বোনাস অফার এর মেয়াদ
প্রদান করা হয়নি
নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য প্রযোজ্য
অধিক অ্যাকাউন্টধারীদের জন্য প্রযোজ্য প্রযোজ্য নয়
বোনাস উত্তোলন শর্ত মোতাবেক ফান্ড উত্তোলন করা যাবে।

 

- স্পন্সর বিজ্ঞাপন -

কিভাবে বোনাস নিবেন?

  • এই ব্রোকারে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে;
  • ট্রেডিং একাউন্ট সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিতে হবে;
  • ভেরিফাই হয়ে যাবার পর, বোনাস এমাউন্ট এর জন্য ব্রোকারের কাছে অনুরধ পাঠাবেন।
  • বোনাস, আপনার ট্রেডিং একাউন্টে যোগ হয়ে যাবে।

উত্তোলন প্রক্রিয়া – 

  • প্রফিট উত্তোলন করার জন্য, বোনাস এমাউন্ট এর সমপরিমাণ এমাউন্ট আপনাকে নিজ থেকে বিনিয়োগ করতে হবে;
  • ফান্ড ডিপোজিট করার পর, এই বোনাস তখন ট্রেডেবল বোনাস হিসাবে ব্যবহার করা যাবে;
  • Grand Capital $500 No Deposit – বোনাস এমাউন্ট থেকে প্রতি $5 উত্তোলন করার জন্য 1 স্ট্যান্ডার্ড লট এর ট্রেড করতে হবে।
  • অর্থাৎ, যদি $500 উত্তোলন করতে চান তাহলে ক্যাল্কুলেশন হবে $500/5 = 100 * 1 লট = 100 স্ট্যান্ডার্ড লট।

বোনাসের শর্তসমূহ – 

  • $500 বোনাস, শুধুমাত্র ৭ দিন এর জন্য আপনার ট্রেডিং একাউন্টে থাকবে;
  • $100 কিংবা তার বেশী প্রফিট করার পর, বোনাস ট্রেডিং একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডার্ড একাউন্টে পরিবর্তিত হয়ে যাবে;
  • প্রফিট যদি $100 এর নিচে থাকে, তাহলে বোনাস একাউন্ট মাইক্রো ট্রেডিং একাউন্ট হিসাবে বিবেচিত হবে;
  • ৭ দিন পর যখন বোনাস এমাউন্ট বাতিল হয়ে যাবে, তখন কোনও ওপেন এন্ট্রি থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে;
  • ব্যবহারকারীর ইন্টারনেট এর আইপি থেকে শুধুমাত্র একটি ট্রেডিং একাউন্টই খোলা যাবে এবং বোনাস নেয়া যাবে;
  • Grand Capital $500 No Deposit – বোনাস দিয়ে ট্রেড করার জন্য লিভারেজ হবে – 1:100
- স্পন্সর বিজ্ঞাপন -

কমেন্ট / প্রশ্ন

Please enter your comment!
Please enter your name here