রিবেট ক্যাশব্যাক অফার – Tickmill

0
581
Tickmill Rebate
- স্পন্সর বিজ্ঞাপন -

Tickmill Rebate – FCA রেগুলেটেড ব্রোকার টিকমিল গ্রাহকদের জন্য প্রদান করছে আকর্ষণীয় একটি বোনাস অফার যা যেকোনো নতুন এবং পুরাতন ট্রেডাররা ব্যবহার করার সুবিধা পাবেন। এই রিবেট প্রগ্রামের আওতায়, আপনার প্রাপ্ত ট্রেডিং এর লট এর উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে বোনাস অফার পাবেন যা আপনি সম্পূর্ণরূপে উত্তোলন করে নিতে পারবেন এবং এর জন্য অতিরক্ত কোনও শর্ত প্রযোজ্য হবে না।

যারা রিবেট অর্থ জানেন না, তাদের জন্য বলছি, রিবেট হচ্ছে আপনি কোনও ট্রেডে যখন এন্ট্রি গ্রহন করেন তখন সেটি কিছুটা লসে ওপেন হয় যাকে আমরা স্প্রেড বলে থাকি। এই স্প্রেড এর কিছু অংশ ফেরত পাওয়াই হচ্ছে রিবেট।

Ticimill Rebate অফারটি বর্তমানে চলছে এবং এটি সীমিত সময়ের জন্যই প্রযোজ্য থাকবে। বেশ কয়েকটি ধাপে এই রিবেট এমাউন্ট প্রদান করা হবে। সুতরাং আজই এই ব্রোকারের ক্যাশব্যাক অফার গ্রহন করে নিজের ট্রেডিং এর স্প্রেড থেকে রিবেট এর মাধ্যমে নিজেই প্রফিট করুন।

- স্পন্সর বিজ্ঞাপন -
Tickmill Rebate অফার সংক্ষেপে –
বোনাস এর ধরন
রিওয়ার্ড / রিবেট অফার
বোনাস ব্যবহারকারী
যেকোনো ট্রেডার অংশ নিতে পারবে।
একাউন্ট এর ধরণ যেকোনো, শুধু রিবেট এর জন্য অনুরধ করে নিন।
বোনাস রেজিস্ট্রেশন লিংক
রেজিস্ট্রেশন লিংক
অফার এর মেয়াদ June 30, 2020
রিবেট এর অর্থ শর্ত ছাড়াই সম্পূর্ণভাবে উত্তোলনযোগ্য।
কারেন্সি পেয়ার যেকোনো
শর্ত কোনও শর্ত নেই

 

Tickmill Rebate রেজিস্ট্রেশন 

  • প্রথমে Tickmill ব্রোকারে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন;
  • যদি আপনার ট্রেডিং একাউন্ট থেকে থাকে তাহলে আর রেজিস্ট্রেশন এর প্রয়োজন নেই;
  • যদি একাউন্ট না থাকে তাহলে ব্রোকারের ওয়েবসাইটে দেখুন – www.tickmill.com
  • রিয়েল ট্রেড করতে থাকুন এবং স্বয়ংক্রিয়ভাবে রিবেট এর ফান্ড জমা হতে থাকবে।

Tickmill Rebate এর পরিমাণ- 

  • বেশ কয়েকটি ধাপ নির্ধারণ করে রিবেট এমাউন্ট প্রদান করা হবে।
  • ধাপ ১ঃ যদি আপনার ট্রেডিং লট এর পরিমাণ 0-1000 স্ট্যান্ডার্ড লট এর মধ্যে থাকে তাহলে প্রতি স্ট্যান্ডার্ড লট এর হিসাবে $0.25 করে রিবেট এমাউন্ট পাবেন।
  • ধাপ ২ঃ যদি আপনার ট্রেডিং লট এর পরিমাণ 1001-3000 স্ট্যান্ডার্ড লট এর মধ্যে থাকে তাহলে প্রতি স্ট্যান্ডার্ড লট এর হিসাবে $0.50 করে রিবেট এমাউন্ট পাবেন।
  • ধাপ ৩ঃ যদি আপনার ট্রেডিং লট এর পরিমাণ 3001 স্ট্যান্ডার্ড লট এর উপরে হয় তাহলে প্রতি স্ট্যান্ডার্ড লট এর হিসাবে $0.75 করে রিবেট এমাউন্ট পাবেন।
  • যেমন যদি আপনার ট্রেডিং লট এর পরিমাণ হয় 56 স্ট্যান্ডার্ড লট তাহলে, ধাপ ১ অনুসারে আপনার প্রাপ্ত রিবেট এমাউন্ট এর পরিমাণ হবে 56 Lot * $0.25 = $14
  • অর্থাৎ যতবেশী লট এর ট্রেড করবেন ততবেশী এমাউন্ট রিবেট হিসাবে ফেরত পাবেন।

Tickmill Rebate এর শর্ত

  • কোনও শর্ত নেই এবং এর জন্য আপনাকে উল্লেখিত পরিমাণ ফান্ড ডিপোজিটও করতে হবে না
  • শুধু রিয়েল ট্রেড করুন এবং রিবেট স্বয়ংক্রিয়ভাবে জমা হতে থাকবে।
  • অফারটি সীমিত সময়ের জন্য।
  • বিস্তারিত তথ্য জানার জন্য ব্রোকার এর ওয়েবসাইটে দেখুন – www.tickmill.com
- স্পন্সর বিজ্ঞাপন -
পূর্বের আর্টিকেলCashback Bonus Upto $500 – SimpleFX
পরবর্তী আর্টিকেল$50 No Deposit Bonus, 2020 – N1CM
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

কমেন্ট / প্রশ্ন

Please enter your comment!
Please enter your name here