ফরেক্স ওয়ার্ল্ডকাপ (রাউন্ড ৭) প্রতিযোগিতা -Exness

0
419
Forex World Cup Demo Contest
Forex World Cup Demo Contest
- স্পন্সর বিজ্ঞাপন -

Forex World Cup Contest – Exness ব্রোকারের ফ্রি ডেমো/প্র্যাকটিস ট্রেডিং প্রতিযোগিতা ফরেক্স ওয়ার্ল্ডকাপ এর রাউন্ড-৭ এ অংশ নিয়ে নগদ প্রাইজ অর্জনের সুযোগ গ্রহন করুন। এটি সর্বমোট ১২ রাউন্ড এর একটি ট্রেডিং প্রতিযোগিতা যার মাধ্যমে ব্রোকার সর্বমোট $120,000 পরিমানের পুরষ্কার প্রদান করবে। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য কোনও ধরনের ফান্ড ডিপোজিট করার প্রয়োজন নেই। ব্রোকার আপনাকে ট্রেড করার জন্য একটি ফান্ড প্রদান করবে এবং ট্রেড করার পর, সবচেয়ে বেশী ব্যালেন্স যার থাকবে সেই হবে বিজয়ী। প্রতি রাউন্ডের থেকে প্রথম ৫ জনকে নগদ পুরষ্কার প্রদান করা হবে। এছাড়াও, প্রতি রাউন্ডের ১২ জন চ্যাম্পিয়ন নিয়ে হবে ফাইনাল রাউন্ড এবং যাতে থাকবে সবচেয়ে বড় পুরষ্কার তবে এটি ব্রোকার এখন পর্যন্ত প্রকাশ করে নি।

Forex World Cup Contest – রাউন্ড-৭ একনজরে
বোনাস এর ধরন
ডেমোট্রেডিং প্রতিযোগিতা
বোনাস ব্যবহারকারী
এক্সনেস এর যেকোনো ট্রেডার অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার ব্যালেন্স $1000
বোনাস রেজিস্ট্রেশন লিংক
বোনাস রেজিস্ট্রেশন লিংক
প্রতিযোগিতা শুরু September 17, 2018
প্রতিযোগিতা শেষ September 21, 2018
রেজিস্ট্রেশন এর তারিখ প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত
পুরস্কৃত ফান্ড উত্তোলন ৫০% উত্তোলনযোগ্য এবং ৫০% ট্রেডের জন্য ডিপোজিট বোনাস হিসাবে ব্যবহার করা যাবে।

 

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

- স্পন্সর বিজ্ঞাপন -
  • প্রথমে Exness ব্রোকারে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি আপনার ইতিমধ্যেই একাউন্ট থেকে থাকে তাহলে আর প্রয়োজন নেই।
  • ব্রোকারের ক্যাবিনেট থেকে Forex World Cup Contest প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করুন।

কিভাবে বিজয়ী নির্বাচিত হবে?

  • প্রতিযোগিতার শেষ সময় পর্যন্ত যাদের ব্যালেন্স সবচেয়ে বেশী থাকবে এই ধরনের প্রথম ৫ জন ট্রেডার;
  • অংশগ্রহনের পর, ট্রেডারকে কমপক্ষে ৩ লট সমপরিমাণ ট্রেড করতে হবে।

পুরষ্কার এর পরিমাণ –

  • রাউন্ড চ্যাম্পিয়নঃ 1,500 USD
  • রাউন্ড রানার্সআপঃ 1000 USD
  • রাউন্ড দ্বিতীয় রানার্সআপঃ 750 USD
  • রাউন্ড ৪র্থ এবং ৫ম স্থান অধিকারীঃ 500 USD

পুরষ্কার উত্তোলন প্রক্রিয়া –

  • অর্জিত অর্থ সম্পূর্ণরূপে উত্তোলন করতে পারবেন, কোনও ধরনের শর্ত ছাড়াই;
  • সম্পূর্ণ পুরষ্কার এর অর্ধেক অর্থাৎ ৫০% তাৎক্ষণিক উত্তোলন করা যাবে এবং ৫০% বোনাস এমাউন্ট হিসাবে রিয়েল ট্রেডিং একাউন্টে যোগ করে দেয়া হবে।

 

- স্পন্সর বিজ্ঞাপন -
পূর্বের আর্টিকেল100% ট্রেডেবল বোনাস – GDMFX
পরবর্তী আর্টিকেল$5 নো ডিপোজিট বোনাস অফার – AGEA
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

কমেন্ট / প্রশ্ন

Please enter your comment!
Please enter your name here