বিভিন্ন ধরনের ব্রোকারের ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করলে, ব্রোকার সেই ডিপোজিট এমাউন্ট এর উপরে যে পরিমাণ অতিরিক্ত ফান্ড যোগ করে দেয় সেই বোনাস এমাউন্টকে বলা হয় ডিপোজিট বোনাস অফার। এই ধরনের বোনাস, ট্রেডার এর প্রাথমিক ডিপোজিট এর পরিমাণকে বারিয়ে দিয়ে ট্রেড শুরু করতে সহায়তা করে থাকে। মুলত যাদের প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ কম থাকে, তাদের জন্য এই Deposit Bonus বোনাস হচ্ছে আদর্শ। আমদের এই বোনাস পোর্টালে বিভিন্ন ব্রোকারের প্রায় ২০০ এরও উপরে বিভিন্ন ধরনের ডিপোজিট বোনাস, এদের শর্ত এবং ফান্ড উত্তোলন এর বিস্তারিত প্রক্রিয়া সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যার মধ্যে থেকে আপনার জন্য একটি সঠিক Deposit Bonus অফার ব্যবহার করার সুযোগ গ্রহন করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, এই বোনাস গ্রহনের ক্ষেত্রে কিছু অতিরিক্ত শর্ত আরোপ করা হয়ে থাকে। সুতরাং, যারা এই ধরনের বোনাস গ্রহন করে ট্রেড করতে চান, বোনাস এর শর্ত সমুহ সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।