Titans Demo Contest $40K প্রাইজমানি – FXTM

0
573
FXTM Titans Demo Contest
FXTM Titans Demo Contest
- স্পন্সর বিজ্ঞাপন -

FXTM Titans Demo Contest, নতুন ট্রেডারদের ফরেক্স ট্রেডিং এ আরও বেশী পরিমাণ উৎসাহিত করার জন্য নিয়ে এসেছে দারুন একটি ডেমো ট্রেডিং প্রতিযোগিতা “FXTM Titans Demo Contest of 2018” । এই প্রতিযোগিতায় কয়েকটি রাউন্ডে বিভক্ত করে প্রাইজমানি প্রদান করা হবে যার পরিমাণ হচ্ছে সর্বমোট $40,000 । প্রতি রাউন্ডে, বিজয়ীরা সর্বমোট $5000 উত্তোলনযোগ্য ক্যাশ প্রাইজ পাবেন। সুতরাং, নিজের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগিয়ে কোনও বিনিয়োগ ছাড়া রিয়েল ট্রেড করার আদর্শ একটি মাধ্যম হচ্ছে এটি। ট্রেড করুন দক্ষতার সাথে এবং জিতুন ‘FXTM Titan Round-3‘ এর $5,000 প্রাইজ মানি।

‘FXTM Titans Demo Contest Round-3‘ একনজরে
বোনাস এর ধরন
ডেমো ট্রেডিং প্রতিযোগিতা
বোনাস ব্যবহারকারী
যেকোনো ট্রেডার অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার সময় দুই সপ্তাহ
বোনাস রেজিস্ট্রেশন লিংক
বোনাস রেজিস্ট্রেশন লিংক
প্রতিযোগিতা শুরু September 24, 2018
প্রতিযোগিতা শেষ October 05, 2018
রেজিস্ট্রেশন এর তারিখ প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত
পুরস্কৃত ফান্ড সর্বমোট পুরষ্কার $10,000

 

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

  • প্রথমে FXTM ব্রোকারে রেজিস্ট্রেশন করুন। যদি আপনার ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগইন করুন;
  • প্রতিযোগিতার শর্তসমূহ সম্পর্কে জানুন;
  • ডেমো একাউন্টে ট্রেডিং শুরু করুন

বিজয়ী নির্ধারণ- 

  • FXTM Titans Demo Contest চলাকালীন সময়ের মধ্যে, যার প্রফিট এর রেশিও সবচেয়ে বেশী থাকবে সে ক্রমানুসারে বিজয়ী নির্ধারণ করা হবে;
  • প্রাইজমানি সম্পূর্ণভাবে ক্যাশ করা যাবে;

প্রাইজ ব্রেকডাউন – 

  1. ১ম -$5,000
  2. ২য় – $2500
  3. ৩য় – $1200
  4. ৪র্থ – $800
  5. ৫ম – $500
- স্পন্সর বিজ্ঞাপন -

কমেন্ট / প্রশ্ন

Please enter your comment!
Please enter your name here