Nordfx Bonus – অনেকেই আমাদের কাছে জানতে চান, ভাল এমন কোনও ব্রোকারের বিভিন্ন ধরনের বোনাস কিংবা অফার সম্পর্কে যা ব্যবহার করে ট্রেডার উপকৃত হতে পারেন। কেননা, বাংলাদেশ থেকে যারা নতুন অবস্থায় ট্রেড শুরু করতে যান, তাদের প্রাথমিক বিনিয়োগ এর পরিমান থাকে অনেক কম। আর আমারা সবাই জানি, ট্রেডিং ব্যালেন্স যদি পর্যাপ্ত পরিমান না থাকে তাহলে ট্রেড থেকে প্রফিট অর্জন করার রেশিও অনেকাংশে কমে যায়। ডিপোজিট বোনাস সেদিক থেকে ট্রেডারকে একটি অতিরিক্ত সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ, ট্রেডার চাইলে এই বোনাস অফার গ্রহন করে নিজের বিনিয়োগকৃত অর্থের পরিমানকে অনেকাংশে বাড়িয়ে নিতে পারেন। আমরা ইতিমধ্যেই বেশ কিছু ব্রোকারের বোনাস অফার সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছি। বিভিন্ন ধরনের ডিপোজিট বোনাস সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে আমাদের বোনাস পোর্টাল এর ডিপোজিট বোনাস সেকশনে দেখে নিন।
Nordfx Bonus সম্পর্কে
একজন নতুন ট্রেডারকে এই ব্রোকার প্রতি ডিপোজিট এর বিপরিতে কিছু অতিরিক্ত বোনাস এমাউন্ট প্রদান করে থাকে। যা আপনি ব্যবহার করে রিয়েল ট্রেড শুরু করতে পারবেন এবং শর্ত সাপেক্ষে এই বোনাস এমাউন্ট উত্তোলনও করতে পারবেন। তবে একটি কথা অবশ্যই মনে কারিয়ে দিতে চাই, যেকোনো ধরনের বোনাস এমাউন্ট ব্যবহার করে ট্রেড শুরু করার পুরবে অবশ্যই, ব্রোকারের প্রদত্ত বোনাস এগ্রিমেন্ট ভাল করে জেনে নিবেন। কেননা, যেহেতু ব্রোকার আপনাকে বোনাস এমাউন্ট প্রদান করছে সেক্ষেত্রে অতিরিক্ত কিছু শর্ত যোগ হয়ে থাকাটাই স্বাভাবিক। চলুন তাহলে এই বোনাস অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।
Nordfx Bonus কিভাবে নিবেন?
এই বনাসফার শুধুমাত্র একজন নতুন গ্রাহকরাই ব্যবহার করার সুযোগ পাবেন। অর্থাৎ, যাদের ইতিমধ্যেই এই ব্রোকারে কোনও ধরনের ট্রেডিং একাউন্ট রয়েছে তারা এই সুবিধা গ্রহন করতে পারবেন না। বোনাস গ্রহন করার জন্য প্রথমে, এই ব্রোকারে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। তারপর, আপনার ট্রেডিং একাউন্টকে সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট ভেরিফাই করে নেয়ার পর আপনি চাইলে বোনাস গ্রহন করার জন্য আবেদন করতে পারবেন। একাউন্ট রেজিস্টার করার জন্য ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.nordfx.com ।
Nordfx Bonus এর পরিমাণ
একজন ট্রেডার শুধুমাত্র একবারই এই বোনাস এমাউন্ট ব্যবহার করার সুবিধা পাবেন। অর্থাৎ, একজন ট্রেডার এর যদি একাধিক ট্রেডিং একাউন্ট থেকে থাকে তাহলে তিনি কেবল একটি মাত্র ট্রেডিং একাউন্টেই এই বোনাস অফার গ্রহন করার সুযোগ পাবেন। একাউন্ট রেজিস্টার করার পর, প্রথম যেই পরিমাণ এমাউন্ট ডিপোজিট করবেন শুধুমাত্র সেই এমাউন্ট এর উপরেই বোনাস এমাউন্ট গ্রহন করার সুবিধা পাবেন। বোনাস এমাউন্ট এর পরিমাণটিকে একটি টেবিল এর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি –
Nordfx Bonus এর শর্তসমূহ –
আপনাদের সুবিধার কথা মাথায় রেখে এই বোনাস এমাউন্ট এর সকল শর্তসমূহ নিম্নে উপস্থাপন করা হল –
- বোনাস এমাউন্ট গ্রহন করার জন্য প্রথমে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে এবং সেটিকে সফলভাবে ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট রেজিস্টার করার জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.nordfx.com ।
- একজন ট্রেডার একটি ট্রেডিং একাউন্টে শুধুমাত্র একবারই এই বোনাস এমাউন্ট গ্রহন করার সুযোগ পাবেন। যদি কোনও গ্রাহকের একাধিক ট্রেডিং একাউন্ট থেকে থাকে তাহলে যেকোনো একটি একাউন্ট থেকে এই বোনাস ব্যবহার কারার আবেদন করতে পারবেন।
- একটি নির্দিষ্ট ইন্টারনেট আইপি থেকে একবারই বোনাস এমাউন্ট গ্রহন করার জন্য আবেদন করা যাবে।
- একাউন্ট থেকে একাউন্ট ট্র্যান্সফার করে নেয়া ফান্ড ডিপোজিট হিসাবে গণ্য হবে না। গ্রাহককে অবশ্যই পেমেন্ট মাধ্যম ব্যবহার করে একাউন্টে ফান্ড ডিপোজিট করে নিতে হবে। যেমন, নেটেলার, স্ক্রিল ।
- এই বোনাস এমাউন্ট শুধুমাত্র FIX এবং PRO, MT4 একাউন্ট এর জন্য গ্রহন করা যাবে।
- এই বোনাস এমাউন্ট উত্তোলনযোগ্য নয় তবে ট্রেড করার জন্য এই বোনাস এমাউন্ট ব্যবহার করা যাবে এবং শর্তসাপেক্ষে এই বোনাস এমাউন্ট থেকে অর্জিত যেকোনো পরিমাণ প্রফিট কোনও ধরনের শর্তারোপ ছাড়াই উত্তোলন করা যাবে।
- যদি কোনও ট্রেডিং একাউন্টে ইতিমধ্যেই কোনও ধরনের বোনাস গৃহীত থেকে থাকে তাহলে সে একাউন্ট নতুন করে এই Nordfx Bonus গ্রহণযোগ্য হবে না।
Nordfx Bonus এর পরামর্শ
যাদের প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ কম, তাদের জন্য এই বোনাস পারফেক্ট হিসাবে বিবেচিত হতে পারে। যদিও এই বোনাস উত্তোলন করা যাবে না তথাপি এই বোনাস ব্যবহার করার মাধ্যমে অর্জিত প্রফিট সম্পূর্ণরূপে উত্তোলনযোগ্য। আপনার যদি বিনিয়োগ এর পরিমাণ কম হয়ে থাকে তাহলে এই বোনাস এমাউন্ট ব্যবহার করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন। তবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের ওয়েবসাইটে দেখুন – www.nordfx.com ।
নতুন সেবা: কমিউনিটি পোর্টাল
ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি ।