- স্পন্সর বিজ্ঞাপন -
OPTIONFIELD বাইনারি ব্রোকার দিচ্ছে একটি সহজ ডেমো ট্রেডিং প্রতিযোগিতা জিতার সুযোগ যার পুরষ্কার হিসাবে থাকছে প্রতি মাসে $2,000 নগদ পুরষ্কার জিতার সুযোগ। OPTIONFIELD হচ্ছে একটি প্রমিয়াম ক্যাটাগরির বাইনারি ট্রেডিং ব্রোকার যেটি ট্রেডারদের কাছে খুব বেশী পরিমাণ জনপ্রিয়। ৩০ দিনের এই বাইনারি ট্রেডিং প্রতিযোগিতায় আপনি জিতে নিতে পারেন $1,000 নগদ অর্থ। এই ট্রেডিং প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য, আপনাকে কোনও ধরনের ফান্ড ডিপোজিট করতে হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর মধ্যে যাদের ট্রেডিং ব্যালেন্স সবচেয়ে বেশী থাকবে সেই হবে বিজয়ী। অর্জিত এই পুরষ্কার উত্তোলন করার সুবিধা রয়েছে।
OPTIONFIELD বাইনারি ট্রেডিং প্রতিযোগিতা |
|
বোনাস এর ধরন |
ডেমো ট্রেডিং প্রতিযোগিতা |
বোনাস ব্যবহারকারী |
যেকোনো ট্রেডার অংশ নিতে পারবে। |
প্রতিযোগিতার সময় | ৩০ দিন |
বোনাস রেজিস্ট্রেশন লিংক |
রেজিস্ট্রেশন লিংক |
প্রতিযোগিতা শুরু | প্রতি মাসের, প্রথম দিন |
প্রতিযোগিতা শেষ | প্রতি মাসের, শেষ দিন |
রেজিস্ট্রেশন এর তারিখ | প্রতিযোগিতা চলাকালীন সময় |
পুরস্কৃত ফান্ড | সর্বমোট পুরষ্কার $2000 (প্রতি মাসে) |
কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
- প্রথমে OPTIONFIELD বাইনারি ব্রোকারে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন;
- প্রতিযোগিতার জন্য ফ্রি রেজিস্ট্রেশন করুন;
- প্রতিযোগিতা শুরু হবার পর, আপনার একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ফান্ড ডিপোজিট করে দেয়া হবে;
বিজয়ী নির্ধারণ-
- প্রতিযোগিতা চলাকালীন সময়ের (৩০ দিন), যার প্রফিট এর রেশিও সবচেয়ে বেশী থাকবে সে ক্রমানুসারে বিজয়ী নির্ধারণ করা হবে;
- প্রথম ৩ জন বিজয়ী হিসাবে নির্ধারিত হবেন;
- প্রাইজমানি সম্পূর্ণভাবে ক্যাশ/উত্তোলন করা যাবে;
পুরস্কার উত্তোলন –
- আপনি যদি বিজয়ী হন, তাহলে কোনও শর্ত ছাড়াই বোনাস এর অর্থ উত্তোলন করতে পারবেন;
- প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানার জন্য, ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে কথা বলুন।
- ১ম – $1000 | ২য় – $500 | ৩য় – $500
শর্ত সমূহ –
- অর্জিত পুরষ্কার এর ৫ গুন ট্রেড করতে পূরণ করতে হবে;
- শর্ত পূরণ করলেই, এমাউন্ট উত্তোলন করতে পারবেন।
- স্পন্সর বিজ্ঞাপন -